ঢাকা, চট্টগ্রামের পর করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে সিলেট। গত ২৪ ঘণ্টায় এই জেলায় অন্তত ২২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিলেটে ২২৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ৭৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কেবলমাত্র সিলেটে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৬৯৪ জন। সুনামগঞ্জে ৩৪ হাজার ৭৬৭ জন, হবিগঞ্জে ৬ হাজার ২৫৮ জন এবং মৌলভীবাজারে ৮ হাজার ৪১০ জন। এই বিভাগে মোট শনাক্ত ৫৬ হাজার ২১০ জন।
এর আগে বুধবার (১৯ জানুয়ারি) সিলেট জেলায় ১৯৪ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ৪৮ জন করোনা শনাক্ত হয়।
গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) সিলেটে ১৪৭ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ২৯ জন। আগের দিন সোমবার (১৭ জানুয়ারি) সিলেটে ১২১ জন, সুনামগঞ্জ ৮ জন, হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে ২৬ জন নতুন করে শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা (মহানগরসহ) জেলায় ৭ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছে ৯৩০ জনের করোনা।