দেশে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। করোনার ওমিক্রন ধরনের ব্যাপক সংক্রমণ রোধে নতুন বিধি-নিষেধ জারি করেছে সরকার। কোভিড-১৯’র ব্যাপক বিস্তার রোধে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এর জন্য থেমে থাকবে না সদ্য মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২। একইসঙ্গে নির্ধারিত ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বইমেলা।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, খেলাটা স্টেডিয়ামে হয়। সেখানে টিকা সনদ নিয়ে, টেস্টের সনদ নিয়ে যেতে হবে। এর বাইরে সম্ভব নয়। এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। সেটা বইমেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। খেলার স্টেডিয়ামে ঢুকতে হলেও টিকা সনদ ও করোনা টেস্টের সনদ দেখিয়ে ঢুকতে হবে।
তিনি আরও বলেন, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বইমেলা ১৫ ফেব্রুয়ারিতে শুরু হবে। তবে বইমেলা কিভাবে পরিচালিত হবে, সেখানেও একটি বিশেষ নির্দেশনা রয়েছে।
এ সময় সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য অধিদপ্তরের অনান্য কর্মকর্তারা।