ওমিক্রনের দাপটে বিপর্যস্ত পুরো বিশ্ব। কয়েকদিন ধরে ভারতে দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখের বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও করোনার দাপটে দিশেহারা সাধারণ মানুষ। এ অবস্থায় কঠোর বিধিনিষেধ ও টিকাদান কর্মসূচির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে, করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা শিশুদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে ইসরাইলি প্রশাসন।
বিভিন্ন প্রদেশে রাত্রীকালীন কারফিউ জারি করেও কমানো যাচ্ছে না ভারতের করোনা সংক্রমণের হার। দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখের ওপরে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ বেশি। এরমধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা প্রদেশের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
করোনার ভয়াল থাবায় বিশ্বে জুড়ে চলছে অস্থিরতা। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার। এর মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন সাত লাখের বেশিকরোনা রোগী। আর যুক্তরাজ্যে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। ব্রাজিলেও শনাক্ত হয়েছেন দুই লাখের বেশি। এ অবস্থায় টিকাদান কর্মসূচি জোরদারসহ বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে দেশগুলো।
করোনার বিস্তার রোধে ইসরাইলে যেসব শিশুরা, এরই মধ্যে করোনায় আক্রান্তদের সংস্পর্শে এসেছে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে করোনা পরীক্ষার জন্য বাসা থেকেই, তাদের নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।