জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
জাবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফরম বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর ওপর ভিত্তি করে জাবি’র সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।
এর আগে একই অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হলে তাঁরা অভিযোগ তদন্তের জন্য ইউজিসি’র কাছে পাঠায়। এরপর এ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় ইউজিসি।
ইউজিসি’র সদস্য ড. মো. আবু তাহেরকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটিতে অপর দুজন হলেন—ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান ও বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর।