একজন যাত্রী মাস্ক পরতে রাজি না হওয়ায় একটি বিমান মাঝ আকাশ থেকে ১২৯ যাত্রী নিয়ে পুনরায় ফিরে এলো।
যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে এক যাত্রী মাস্ক খুলে ফেলায় বিমানটি ঘুরিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। -বিবিসি
আমেরিকান এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে ফিরে আসতে হয়েছে।
আরও জানানো হয়, ফার্স্ট ক্লাসের ওই যাত্রী বিমানে ওঠার পর থেকেই বিমানবালাদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান। তিনি প্রচুর পরিমাণে মদ্যপানও করছিলেন।
চল্লিশোর্ধ্ব ওই নারীর বিষয়ে স্টিভ ফ্রিম্যান নামের এক যাত্রী জানান, তাকে বারংবার মাস্ক দেওয়া হলেও তিনি তা পরতে অস্বীকার করেন।
এক পর্যায়ে বিমান ঘুরিয়ে পুনরায় মিয়ামিতে যান পাইলট। ওই নারীকে দেশটির যে কোনো ফ্লাইটের জন্য কালো তালিকাভুক্ত করা হয় এবং ঘটনার তদন্ত করা হবে বলেও জানানো হয় আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে।