করোনা থেকে সুরক্ষায় সবার মাস্ক পরা নিশ্চিতে রাজধানীর কারওয়ান বাজারে ক্যাম্পেইন ((উদ্বুদ্ধকরণ কার্যক্রম)) চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শনিবার বেলা ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম।
এর আগে, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে ১০ দিনব্যাপী মাস্ক আমার, সুরক্ষা সবার ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম।
ক্যাম্পেইনে মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তরে আগামী ১০ দিন ১০ লাখ সার্জিকাল মাস্ক বিতরণ করা হবে। একই সাথে সিটির বিভিন্ন এলাকায় চালানো হবে অভিযান। এসময় মাস্ক ছাড়া কাউকে বাইরে চলাচল করতে দেখা গেলে শাস্তির আওতায় আনা হবে।
কারওয়ান বাজারে ক্যাম্পেইন চলাকালে যেসব ব্যবসায়ী ও ক্রেতাদের মাস্ক নেই তাদের সতর্ক করে মাস্ক উপহার দেন আতিকুল ইসলাম।
এই বাজারে পরবর্তীতে কেউ মাস্ক ব্যবহার না করলে আর্থিক জরিমানা করা হবে বলেও ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম।