বার্সেলোনার সঙ্গে বন্ধন ছিন্ন করে গত বছর পিএসজিতে যোগ দেন মেসি। তার আশা প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন তিনি। কিন্তু স্কাই স্পোর্টসের পণ্ডিত জেমি ক্যারাগার বলছেন, মেসির এই ট্রান্সফার নাকি সফল হবে না। মেসিও বসে থাকেননি, এমন মন্তব্যের জেরে ইনস্টাগ্রামে ক্যারাগারকে ‘গাধা’ অ্যাখ্যা দিয়ে এসেছেন তিনি।
এ ঘটনা অবশ্য গত বছরের। তা কেবলই সামনে এনেছেন ইংলিশ ফুটবল বিষয়ক পণ্ডিত। ফুটবলবোদ্ধা হিসেবে ক্যারাগারের বহু আলোচনায় চলে আসেন মেসি। তেমনি একবার মেসির পিএসজির দল বদল এতটা লাভজনক হবে না মন্তব্য করেছিলেন ক্যারাগার। এ সম্পর্কে তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে আমি মেসির কাছ থেকে একটি ম্যাসেজ পেয়েছি। সে আমাকে গাধা বলে সম্বোধন করেছে।’
এমন বাজে মন্তব্য পেয়ে ক্যারগার কোথায় ফুঁসবেন সেটা না করে তিনি নাকি মেসির কথায় আনন্দই পেয়েছেন। এ সম্পর্কে পরে এক টুইটে তিনি বলেন, ‘মেসির কাছ থেকে গাধা অ্যাখ্যা পেয়ে সম্মানিতই বোধ করছি।’
গাধাকাণ্ডে জেমি আনন্দ পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থক থেকে শুরু করে নিন্দুকেরাও। তাদের বক্তব্য, মেসির মতো একজন বিশ্বসেরা খেলোয়াড় কেন একজন ফুটবল বিশ্লেষককে গাধা বলতে যাবেন। বিশ্লেষকরা তো কথায় কথায় কত কিছুই বলতে পারেন। তার জন্য ব্যক্তিগত আক্রমণের দরকারটা কী! আবার অনেকে বলছেন, মেসি যা করেছেন তা ঠিকই আছে।
এদিকে, মেসির ওপর ক্ষোভ জার্মানির। এবারের ফিফা বেস্টের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। ভোটের ক্ষেত্রে মেসি লেওয়ানডোস্কিকে তালিকার সেরা তিনে রাখেননি। যদিও লেওয়ানডোস্কি মেসিকে ভোট দিয়েছেন দুই নম্বরে রেখে। যে কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ওপর ক্ষেপেছে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যমগুলো। লেওয়ানডোস্কিকে সেরা তিনে না রেখে মেসির ভোট দেওয়ায় জার্মানির বিখ্যাত সংবাদপত্র বিল্ড লিখেছে, ‘মেসি, তোমার লজ্জা হওয়া উচিত!’ শুধু দেশটির গণমাধ্যমই না। মেসির ওপর ফুঁসছে জার্মানির সর্বস্তরের খেলাপ্রেমী মানুষও।