বাংলা সিনেমার আঁতুরঘর বলা হয় এফডিসিকে। পছন্দের তারকাকে এক নজর দেখতে অতীতে গেটের বাইরে সব সময় লেগে থাকতো সাধারণ সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড়! বর্তমানে নির্বাচন নিয়ে এফডিসি যেন সেই পুরনো চেহারা ফিরে পেয়েছে।
তবে এফডিসিতে নির্বাচনে দেখা পাওয়া না গেলেও একটি পণ্যের প্রমোশনে গিয়ে নির্বাচন নিয়ে মুখ খুলেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, দুটি প্যানেলের সবাই আমার সহকর্মী। সবাই আমার কাছের মানুষ। আমি চাই সবাই ভালো করে। তবে এমন একজনকে সিলেক্ট করতে হবে যিনি কাজ করবেন। ২৮ তারিখ পার হয়ে গেলে তখন সবাই আবার আগের মতোই।
এসময় নিজের রূপ ও লাবণ্যের রহস্যের কথাও জানালেন এই তারকা। তিনি বলেন, ছোটবেলা থেকেই অথেনটিক জিনিস ব্যবহার করে আসা হয়েছে। দুধের সর বা চন্দন একেবারে প্রাকৃতিকভাবেই ব্যবহার করতাম। আমার মায়েরা তাই করে দিত।’
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গত বছরে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।
চলচ্চিত্র অভিনয়শিল্পীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এফডিসিতে। শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক (২০২২-২৪) নির্বাচন ঘিরে প্রতিদিনই এফডিসিতে আসছেন জনপ্রিয় সব চিত্রতারকারা।