মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান চঞ্চল (২৬) নামে এক মোরটসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-বরিশাল সড়কের সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিক-এ চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুয়াকাটা ভ্রমণ শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাকেলযোগে ঢাকার যাত্রাবাড়ীতে যাচ্ছিলেন চঞ্চল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গোলচত্বরে আসলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় চঞ্চল ও তার দুই বন্ধু।
পথচারীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর হাতপাতালের মেডিকেল অফিসার আল-শাহরিয়ার শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত আনিসুর রহমান চঞ্চল হাসপাতালে আসার আগেই মারা যান। তার মরদেহ হাসপাতলের মর্গে রাখা হয়েছে।