ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে জনসভা, মিছিল, রোড শো-র ওপর নিষেধাজ্ঞার সময়সীমা আবার বাড়াল।
শনিবার করোনা পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। তবে, বসে নেই রাজনৈতিক দলগুলো, বিধিনিষেধ মেনেই প্রচারণা চালাচ্ছে নেতারা।
শনিবার উত্তর প্রদেশের কাইরানায় বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। নির্বাচন কমিশনের দেয়া বিধিনেষেধ মেনেই অল্প কয়েকজন কর্মী নিয়ে প্রচারণা চালান তিনি। পরে এক বক্তব্যে অমিত শাহ বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে যারাই সরকারে ছিলেন তারা শুধু নিজেদের নিয়েই কাজ করেছেন। বিজেপিই দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। এমন প্রচারে দুই দিন ধরে বেশ সরগরম ছিলো ভারতের রাজনৈতিক অঙ্গন। তবে, শনিবার নিজেই বিষয়টি খোলাসা করেছেন প্রিয়াঙ্কা। বলেছেন, এখনও মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করেনি দলটি।
রাজ্যটিতে বসে নেই অন্য দলগুলোও, প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেস যাদব এবং বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতী। আগামী মাসে বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচনায় উত্তরপ্রদেশ থাকলেও অন্য চারটি রাজ্যেও চলছে ভোটের উত্তাপ।
এদিকে, ভোটের আগে নিষেধাজ্ঞার সময়সীমা আর এক দফা বাড়ালো নির্বাচন কমিশন। শনিবার পাঁচ রাজ্যের স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠকের পর আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত সবধরণের নির্বাচনী জনসমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় গেল ১৫ জানুয়ারি প্রথম দফা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।