বাঁ থেকে প্রথম ব্যক্তি কামাল শিকদার।
সামনে অসংখ্য মানুষ। মঞ্চে একজন মন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন অতিথি। এর মধ্যে চোখে পড়ল একজনের মুখের মাস্ক কপালে চলে গেছে। কিছুক্ষণ বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় পর বোঝা গেল, তিনি ইচ্ছে করেই মাস্ক কপালে তুলে রেখেছেন।
কৌতূহলবশত কাছে গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় তাকালেন তিনি। এরপরও প্রায় ৩ মিনিট পর মাস্ক নামালেন মুখে। এখানেই শেষ নয়, পরে আবারও একই কায়দায় প্রকাশ্যে কপালে মাস্ক রেখে দিতে দেখা যায় কামাল সিকদার নামে ওই ব্যক্তিকে।
রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানের মঞ্চে এমন দৃশ্য দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, কামাল সিকদার নামে ওই ব্যক্তি কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ও করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা।
যদিও কামাল সিকদার সময় নিউজকে বলেন,‘অনিচ্ছাকৃতভাবে মাস্ক মাথায় উঠে গেছে, তখন বাদাম খাচ্ছিলাম।’
এদিকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, নিয়ম করে হাত ধোয়া ও মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আর শুধু মাস্ক পরলেই হবে না, তা পরতে হবে সঠিকভাবে। সঠিকভাবে মাস্ক না পরলে জেল, জরিমানার বিধানও রয়েছে।
তিনি আরও বলেন, করোনা বৃদ্ধি পাওয়ার পর থেকে আমরা আবারও নিয়মিত অভিযান পরিচালনা করছি।