জঙ্গিবাদ দমনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ।
সোমবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মাদকমুক্ত দেশ গড়তে পুলিশের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, আন্তর্জাতিক অপরাধী চক্রের কারসাজিতেই বাংলাদেশে মাদক আসছে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে অংশ নেয় পুলিশের বিভিন্ন ইউনিট।
পরে ২০২০ ও ২০২১ সালে বিভিন্ন অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালানি সরঞ্জাম উদ্ধারে সাফল্যের জন্য পুরস্কার বিতরণ করেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।
এ সময় পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও বিভিন্ন আন্তর্জাতিক চক্রের তৎপরতায় দেশে মাদক ঢুকছে।
পুলিশের কোন সদস্য অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন আইজিপি। নেতিবাচক কারণে পুলিশ সংবাদের শিরোনাম হতে চায় না বলেও মন্তব্য করেন বেনজির আহমেদ।
অবৈধ অস্ত্র নির্মূল ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে পুলিশবাহিনীকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক।