ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় অনেকটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে রাজ্যটিতে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪,৫৪৬ জন আক্রান্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৩৭ জনের।
যদিও করোনা সংক্রমণের হার আগের দিনের থেকে প্রায় এক শতাংশেরও বেশি কমে ৮ দশমিক ৮৪ শতাংশ হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে মোট ৫১,৪২১টি। আগের দিনের থেকে ২২ হাজারেরও বেশি কমেছে করোনা পরীক্ষার সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় যতজনের করোনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে পজিটিভ হয়েছে ৪,৫৪৬ জনের। যে কারণে রাজ্যটিতে করোনা সংক্রমণের হার অনেকটা কমেছে।
সেখানে এক ধাক্কায় সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজারের ওপর কমে এক লক্ষের নিচে যাওয়ায় নতুন আশা দেখতে পাচ্ছে রাজ্যের নাগরিকরা।
অনেক দিন পর, রোববার কলকাতায় করোনা আক্রান্ত এক হাজারের নিচে নেমেছিল, আর সোমবার আরও কমে পাঁচশ’র নিচে নেমে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৯৬ জন।