শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ক্যাম্পাসে আসছেন মুহম্মদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র থেকে এমন সংবাদই পাওয়া যাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন সময় নিউজকে বলেন, ‘স্যার বলেছেন, আনুমানিক ৩ টার দিকে ক্যাম্পাসে সস্ত্রীক এসে পৌঁছাবেন এবং আমাদের সঙ্গে খাবার খাবেন।’
ক্যাম্পাসের একটি সূত্র জানায়, আন্দোলনকারী একজনের সঙ্গে ড. মুহম্মদ জাফর ইকবালের কথা হয়েছে। ক্যাম্পাসে মাইকে ঘোষণা করা হয়েছে তার আগমনের বার্তা।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের স্বেচ্ছায় স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) মেডিকেল টিমের সদস্য ও ইন্টার্ন চিকিৎসক মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ঝুঁকি বাড়ায় ২৪ জানুয়ারি মধ্যরাতে আমাদের মেডিকেল টিম প্রত্যাহার করে নিয়েছি। কারণ অনশনকারীদের অনেকেরই করোনার উপসর্গ থাকার পরও তারা টেস্ট করাতে রাজি হচ্ছেন না। স্বাস্থ্যবিধিও মানছেন না। এতে আমরা ঝুঁকিতে পড়ছি। আমাদের অনেককেই আবার হাসপাতালে ফিরতে হয়। ফলে অন্যরাও ঝুঁকিতে পড়ছেন।
নাজমুল হাসান আরও বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় আমরা যেসব অনশনকারীকে হাসপাতালে পাঠাই তারা ছাড়পত্র না নিয়েই আবার ক্যাম্পাসে চলে যান। ফলে তাদের জীবন যেমন সংকটে পড়ছে, তেমনি আমরাও সমস্যায় পড়ছি। তাদের সেবা দিতে গিয়ে আমাদের একজনের করোনা হয়েছে। আরও কয়েকজনের উপসর্গ দেখা দিয়েছে। এজন্য আপাতত মেডিকেল টিম প্রত্যাহার করেছি।