ঠিক যেন সিনেমার ঘটনা। কেনার সামর্থ্য নেই বলে অপমান করে কৃষককে বের করে দিলেন গাড়ির শোরুমের বিক্রয়কর্মী। এক ঘন্টার মধ্যে টাকা শোধ করে গাড়ি কেনার চ্যালেঞ্জ দিয়ে বেরিয়ে এলেন তিনি। গল্পের শেষটাও হলো সিনেমার মতো করেই…
ভারতের কর্ণাটকে এমন কাণ্ডই ঘটিয়েছেন কৃষক কেম্পেগোওডা। শুক্রবার ঘটনার সময়ে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর এনডিটিভির।
কেম্পেগোওডা জানান, বোলেরো পিকআপ কেনার জন্য প্রদেশের মাহিন্দ্রা গাড়ির শোরুমে প্রবেশ করেন তিনি। এসময় তার পরিধেয় দেখে গাড়ি কেনার যোগ্যতা নেই বলে সেখানকার বিক্রয়কর্মী তাকে কটু কথা বলেন।
ওই বিক্রয়কর্মী বলেন, ‘এই গাড়ির দাম ১০ লাখ রুপি। আর তোমার পকেটে সম্ভবত ১০ রুপিও নেই।’
এনিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে এক ঘণ্টার মধ্যে গাড়ি কিনে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ করে গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য বিক্রয়কর্মীকে প্রস্তুত হতে বলে বেরিয়ে যান কেম্পেগোওডা। সত্যি সত্যি এক ঘণ্টার মধ্যে অর্থ নিয়ে শোরুমে ফিরে আসেন।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন বিক্রয়কর্মী। কিন্তু চারদিনের আগে গাড়ি ডেলিভারি দেওয়া সম্ভব না বলে অপারগতা প্রকাশ করেন।
এসময় কেম্পেগোওডা এবং তার বন্ধুরা তাদের কাজের জন্য ক্ষমা চাইতে বললে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবশেষে বিক্রয়কর্মীর ব্যবহারের জন্য তার পক্ষ থেকে বিক্রয় কর্মকর্তা ক্ষমা চাইলে ‘তোমার শোরুম থেকে আমি গাড়ি কিনতেই চাই না’ বলে ১০ লাখ রুপি নিয়েই ওই শোরুম থেকে বের হয়ে আসেন ওই কৃষক।