ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় নারীদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় ইটের স্তূপের পেছন থেকে পাওয়া যায় খণ্ডিত দেহটি।
খবর পেয়ে সেটি উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সদস্যরা। খণ্ডিত অংশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মরদেহের কোমর থেকে পা পর্যন্ত অংশ পলিথিনে মোড়ানো ছিল। সেটি দেখে নিশ্চিত হওয়া গেছে সেটি নারীদেহের অংশ। বাকি অংশের হদিস পাওয়া যায়নি বলে নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।