স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভবনের ভেতরে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর এপির।
ওয়েস্ট পাপুয়ার পুলিশের মুখপাত্র এডাম এরুউইন্ডি মঙ্গলবার স্থানীয় মেট্রো টিভিকে জানিয়েছে, সরং শহরের ওই ক্লাবে সংঘর্ষে জড়িয়ে পড়া দলের একজনের এবং আগুন নেভানোর পর আরও ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
সংঘর্ষের কারণ এবং আগুন দুর্ঘটনাবশত লেগেছে না কি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, তদন্তের পাশাপাশি পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশ কর্মকর্তারা ওই দুই দলের প্রধানদের সাথে দেখা করেছেন। এলাকাটি আপাতত পুলিশ এবং সেনা সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।