করোনা মহামারি শুরু হওয়ার পর গেল দুবছরের মধ্যে প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সোমবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
আরব নিউজের খবরে বলা হয়েছে, বৈঠকের সময় তারা সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন।
সৌদি মন্ত্রিসভা বলছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় হুতিদের আগ্রাসন বন্ধে এখনই সবাইকে সরব হতে হবে বলে তারা দাবি করেন।
এছাড়া সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সৌদি সফরের ফলাফল নিয়েও আলোচনা করেন তারা। এ সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এসময়ে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তিও সই করা হয়েছে।