লাদাখ সীমান্তের কাছে ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে আবারও ভারত ও চীনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
স্যাটেলাইটের সাহায্যে পাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরায় তোলা ছবিতে দেখা গেছে নির্মিতব্য ব্রিজটি। ভারতের কূটনৈতিক মহলে বেশ ভালোরকমের ঢেউ তুলেছে বিষয়টি। খবর আল-জাজিরার।
দেখা যায়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ৪০০ মিটার লম্বা এবং ৮ মিটার প্রশস্ত ব্রিজটি নির্মিত হচ্ছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ব্রিজটি যেখানে নির্মাণ করা হচ্ছে সে জায়গাটি ৬০ বছর আগে থেকে চীনাদের অবৈধ দখলে রয়েছে। তিনি জানান, ভারতীয় সরকার বিষয়টির দিকে কড়া নজর রেখেছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিদন্দম বাগচী আরও জানান, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করেছে সরকার।
সেতু নির্মাণ সম্পূর্ণ হলে ভারতের বিরুদ্ধে সেনা এবং যুদ্ধসরঞ্জাম জড়ো করতে চীন আরও সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। একইসঙ্গে প্যাংগংয়ের দুই তীরেই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হবে।
২০২০ সাল থেকে পূর্ব লাদাখে ভারত এবং চীনের ৫০ হাজার করে সেনা মোতায়েন রয়েছে। দেপসাং, দেমচকসহ একাধিক জায়গায় কার্যত মুখোমুখি অবস্থান করছে দু’পক্ষ।
সেনা তুলে নিতে দফায় দফায় আলোচনাও হয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু তাতেও বরফ গলেনি। বরং বিগত কয়েক মাস ধরে অরুণাচল প্রদেশেও চীনা আগ্রাসন দেখা গিয়েছে। সেখানের বিস্তীর্ণ এলাকা দখল করে একাধিক গ্রাম গড়ে তোলা হয়েছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ নয়াদিল্লির।