সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এসে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন সতীর্থরা।
একদফা দাবিতে অনড় অনশনরত ২৮ শিক্ষার্থী। এরআগে শিক্ষক সমিতি আবারও সমঝোতার প্রস্তাব দিলে উপাচার্যের পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় বলে জানিয়ে দেন তারা। এদিকে এ অবস্থায় সংকট নিরসনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান।
সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলনটা সেটা কোনোভাবেই কেউ যাতে রাজনীতিকরণ করতে না পারে। তারা আমাদের সন্তান, আমরা তাদের অভিভাবক, সরকার যদি এই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বিবেচনায় আনে তাহলে এটার একটা সুষ্ঠু সমাধান দ্রুত বের হয়ে আসবে।
এছাড়াও আন্দোলনে উসকানি ও অর্থ সহায়তার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে, সাতদিন ধরে অনশনে থাকা শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোলচত্বরে একত্রিত হন আন্দোলনকারীরা। সেখানে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে অবস্থানসহ নানা কর্মসূচির শপথ নেন। সেখান থেকে অনশনরত ২৮ জনের অনশন ভাঙাতে এলে তারা তা মেনে নেননি।
এদিকে, মঙ্গলবারও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে কয়েকজন খাদ্যসামগ্রী নিয়ে উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে ঢুকতে দেননি শিক্ষার্থীরা। পরে প্রায় ১ ঘণ্টা পর নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খাদ্যসামগ্রী বাসভবনে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসময় শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলে উপাচার্যের পদত্যাগ ছাড়া আলোচনায় না বসার কথা জানিয়ে দেন তারা।
এদিকে, শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ সহায়তা করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে ঢাকায় আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পরে তাদের সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এসএমপি উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।