সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ধৈর্য হারান বাইডেন।
তারপরেই বিতর্কের সূত্রপাত। সোমবার (২৪ জানুয়ারি) হোয়াইট হাউসে বৈঠক চলছিল। আলোচনার বিষয় ছিল মুদ্রাস্ফীতি। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে চটে যান তিনি।
এই পরিস্থিতিতে ক্রেতাদের সাহায্যার্থে একটি আইন প্রণয়ন নিয়ে কথা চলছিল। সেই সময়ই ‘ফক্স নিউজে’র পিটার ডুকি নামের এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চেয়েছিলেন মুদ্রাস্ফীতির সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। তখনই অশালীন মন্তব্য করে বসেন প্রেসিডেন্ট।
ঘটনাচক্রে মাইক অন থাকায় সে কথাশোনা যায়। যদিও পরে ডুকি প্রশ্ন করার পর মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, আপনি কি মনে করেন মুদ্রাস্ফীতি একটি রাজনৈতিক দায়?
ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, বাইডেন ওই রিপোর্টকে স্টুপিট, কুক্কুরীর বাচ্চা বলছেন। সেই গালাগালির পরে ওই সাংবাদিক সরস টিপ্পনী কেটে বলেছেন, এখন পর্যন্ত বাইডেনের কথার ‘ফ্যাক্ট চেক’ করেনি কেউ।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
নিউইয়র্ক পোস্টের দাবি, অপছন্দের প্রশ্ন করা হলে এর আগেও খারাপ প্রতিক্রিয়া দেখাতেন মার্কিন প্রেসিডেন্ট। নানা সময়ে সাংবাদিকদের তিরষ্কার করেন। গত সপ্তাহে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে বাইডেন রূঢ়ভাবে বলেন, কী বোকা বোকা প্রশ্ন।