টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত সোমবার (২৪ জানুয়ারি) সংসদে নমুনা দেন সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন। পরের দিন মঙ্গলবার তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের বুস্টার ডোজসহ সকল টিকা গ্রহণ করেছি। তারপরও করোনায় আক্রান্ত হয়েছি।
এদিকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বুধবার (২৬ জানুয়ারি) সকালে নমুনা পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।
এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনভর তিনি টাঙ্গাইল শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড ও করোনাভাইরাস সচেতনতায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। রাতেই শরীর বেশি খারাপ লাগায় সকালে নমুনা দেন। এরপরই জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, করোনার দুই ডোজ টিকা নিয়েছি আমি। তারপরও এইবার দিয়ে তিনবার করোনায় আক্রান্ত হলাম। গত দুইদিন ধরে জ্বর জ্বর লাগছিল। পরে করোনা পরীক্ষা করতে দিলে করোনা পজিটিভ ধরা পরে