বলউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন শুরু থেকে সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয়। টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম সব খানেই দারুণ তৎপর এই শাহেনশাহ।
কখনও নিজের খবর দেয়া, দেশের বিভিন্ন বিষয়ে কথা বলা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ভক্তের সঙ্গে রসিকতাও করতে দেখা যায় অমিতাভকে।
বুধবার (২৬ জানুয়ারি) ইনস্টাগ্রামে নিজের নিজের একটি ছবি শেয়ার করে আবারও ভাইরাল হয়েছেন তিনি। ভারতের প্রজাতন্ত্র দিবসে অমিতাভের সেই ছবি নিয়ে ভক্তরা হেসে লুটোপুটি খাচ্ছেন।
দিবসটিতে তিনিই প্রথম বলিউড তারকা, যিনি সবার আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে তিন রঙা দাড়িতে বিগ বি। গম্ভীর মুখ। ছবি নিয়ে বিস্তারিত কিছুই লেখেননি তিনি। ক্যাপশনে শুধু লেখা, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
এরপর পতাকা উত্তোলনের একটি ছবিও তিনি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে জলসার বাইরে অগণিত ভক্ত। বাংলোর ভিতরে দাঁড়িয়ে স্বয়ং বিগ বি।
এমন ছবি দেখে হাসি চেপে রাখতে পারেননি মেয়ে শ্বেতা বচ্চনও। ছবির নীচে একগুচ্ছ হাসির ইমোজি দিয়ে কমেন্ট করেছেন কপিল শর্মাও।
কেউ কেউ আবার লিখেছেন, সম্ভবত ছোট্ট আরাধ্য মজা করেই এমন রঙ করেছে। প্রসঙ্গত, সদ্য শেষ হয়েছে টিভি শো কেবিসি-র শুটিং।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে বছরের মাঝামাঝি। যে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিগ বি।
এছাড়া অজয় দেবগণের পরিচালনায় ‘রানওয়ে ৩৪’, দীপিকা পাড়ুকোনের প্রযোজনায় হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’র হিন্দি রিমেকে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।