করোনাভাইরাসের টিকা না নেওয়ায় যুক্তরাষ্ট্রে এক রোগীর হৃদপিণ্ড প্রতিস্থাপনে অস্বীকৃতি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডিজে ফারগুসন নামে ওই ব্যক্তির বেঁচে থাকার জন্য একটি নতুন হৃদপিণ্ড অত্যন্ত প্রয়োজনীয় হলেও, বস্টনের ব্রিগহাম এন্ড উইমেন্স হাসপাতাল হৃদপিণ্ড প্রতিস্থাপন তালিকা থেকে তার নাম সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে তার বাবা ডেভিড।
ডেভিড বলেন, করোনা টিকা নেওয়া তার ছেলের আদর্শবিরুদ্ধ। তিনি টিকা নেওয়ায় বিশ্বাস করেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিস্থাপনের জন্য অঙ্গ-প্রত্যঙ্গ অপ্রতুল হওয়ায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে এমন কাউকে তা দেওয়ার, যার বেঁচে থাকার সম্ভাবনা সর্বাধিক।
হাসপাতালের নীতি অনুযায়ী, এমন রোগীদেরই অঙ্গ প্রতিস্থাপনের জন্য যোগ্য হিসেবে ধরা হয় যারা করোনা টিকা নিয়েছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী জীবনযাপনে প্রস্তুত।
টিকা না নেওয়া ফারগুসনকে হৃদপিণ্ড প্রতিস্থাপনে মানা করার একমাত্র কারণ না হলেও, এটিকেই মূল কারণ হিসেবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্কুলের মেডিক্যাল এথিকস বিভাগের প্রধান ড. আর্থার কাপলান বলেন, অস্ত্রোপচারের পর সাধারণ সর্দি-কাশিও একজন রোগীর মৃত্যুর কারণ হতে পারে। সেখানে করোনার টিকা না নেওয়া কাউকে দুর্লভ একটি হৃদপিণ্ড দেয়া বোকামি, যখন টিকা নেয়া কারো বেঁচে থাকার সম্ভাবনা আরও বেশি।