যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ৩৯ জনের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। নিখোঁজদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে শঙ্কা কর্তৃপক্ষের।
শনিবার (২২ জানুয়ারি) রাতে ফ্লোরিডা উপকূলে ওই জাহাজডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, মানব পাচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
মিয়ামি কোস্টগার্ড জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) ফোর্ট পিয়ার্স ইন্টেলের প্রায় ৪৫ মাইল পূর্বে ডুবে যাওয়া একটি জাহাজের কাছ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এর পরপরই জোরেশোরে উদ্ধার অভিযানে নামে কর্তৃপক্ষ।
বেঁচে যাওয়া ওই ব্যক্তি বলেছেন, তাদের দলটি শনিবার রাতে বাহামাসের বিমিনি থেকে যাত্রা করেছিলো। কিন্তু খারাপ আবহাওয়াযর কারণে তারা দুর্ঘটনার কবলে পড়ে।
এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, প্রাণে রক্ষা পাওয়া ওই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটিতে থাকা কোনো যাত্রীর লাইফ জ্যাকেট পরা ছিল না। ফলে নিখোঁজদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র জানায়, বাহামাসের পশ্চিমে একটি ওভারলোড জাহাজ থেকে ৮৮ জন হাইতিয়ানকে উদ্ধার করা হয়েছে।