আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের সেরা পাঁচে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তার সতীর্থ রসি ভ্যান ডার ডুসেন পৌঁছেছেন ক্যারিয়ার সেরা শীর্ষ দশে। বুধবার (২৬ জানুয়ারি) সবশেষ হালনাগাদ করা র্যাংকিংয়ে এই পরিবর্তন এসেছে।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ২২৯ রান করেন ডি কক, যার গড় ৭৬.৩৩। ডুসেন তিন ম্যাচে করেন ২১৮ রান। তিন ম্যাচের ওই সিরিজে সফরকারী ভারতকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক প্রোটিয়া শিবির। আর এবার ব্যক্তিগত সাফল্যের পুরস্কার পেলেন কক-রসি।
ডি ককের রেটিং পয়েন্ট ৭৮৩ ও রসির রেটিং পয়েন্ট ৭৫০। এই দুজনের সতীর্থ ও দক্ষিণ আফ্রিকা দলের ভাইস ক্যাপ্টেন টেম্বা বাভুমা পুরো সিরিজে ৫১ গড়ে করেছেন ১৫৩ রান। তারও উন্নতি হয়েছে র্যাংকিংয়ে। বর্তমানে র্যাংকিংয়ের ৫৯তম স্থানে রয়েছেন তিনি।
সবশেষ হালনাগাদ করা এই র্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৭৩। অন্যদিকে দুইয়ে থাকা বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৮৩৬। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচে ১১৬ রান করেন তিনি। এর মধ্যে দুটি হাফসেঞ্চুরিও রয়েছে তার।
বোলারদের মধ্যে চার ধাপ এগিয়ে ২০তম স্থানে চলে এসেছেন লুঙ্গি এনগিদি। ভারতের বিপক্ষে সিরিজে তিনি শিকার করেন পাঁচ উইকেট। অলরাউন্ডারদের মধ্যে উন্নতি হয়েছে আন্দাইল পেহলুকাওয়ার। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ৬ উইকেট নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টির ব্যাটিং র্যাংকিংয়ে তিন ধাপ অবনতি হয়ছে ইংল্যান্ডের ডেভিড মালানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। বর্তমানে তার অবস্থান চারে। ইংল্যান্ডের জন বাটলারেরও তিন ধাপ অবনতি হয়েছে। তিনি অবশ্য চলে গেছেন সেরা দশের বাইরে।