রাজধানীর মগবাজার মোড়ে প্রতিযোগিতা করতে গিয়ে এক কিশোরকে পিষ্ট করা আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের একটির চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গতও ২০ জানুয়ারি রাজধানীর মগবাজার মোড়ে দুই বাসের মাঝে চাপা পড়ে রাকিব (১৪) নামে এক ফেরিওয়ালা নিহত হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে বাস দুটির চালক মো. মনির হোসেন এবং মো. ইমরান হোসেনকে রাজধানীর পল্টন এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানায়, এর আগে সে পাঁচ বছর মধ্যপ্রাচ্যে ছিল। তবে তার কোন ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই আগে সে আরও তিন থেকে পাঁচবার গাড়িটি চালিয়েছে।
সে গাড়িটি নিয়েছিল আসল ড্রাইভার সুমনের কাছ থেকে। সুমন ব্যক্তিগত কাজের জন্য তার হাতে গাড়ি চালানোর জন্য ছেড়ে দিয়েছিল।
আরেক চালক ইমরান জানায়, সে ১০-১২ বছর ধরে গাড়ি চালায়। তবে ড্রাইভিং লাইসেন্স করেছে তিন বছর আগে। মালিকের সাথে চুক্তির মাধ্যমে গাড়ি চালাতো সে।
বেশি যাত্রী পেতে ওভারটেক করে প্রতিযোগিতা করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে তারা।