নওগাঁয় একশ’ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা।
বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয় । এ ঘটনার সাথে সাবেক পুলিশ সদস্য আব্দুস সালাম জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
নওগাঁ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় তার বাড়ির ছাদ থেকে একশ’ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। এ মূর্তির দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা।
ওসি আরো জানান, এসময় আব্দুস সালামের দুই ছেলেকে আটক করা হয়। আটককৃতরা পাচারকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার সাথে সাবেক পুলিশ সদস্য আব্দুস সালাম জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।