শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে টাকা দেয়ার অভিযোগে আটক সাবেক পাঁচ শিক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে, মহানগর পুলিশের জালালাবাদ থানা চারজনকে আদালতে পাঠায়। অপরজন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ঢাকা থেকে তাদের আটক করা হয়।
সাবেক চার শিক্ষার্থী হাবিবুর রহমান, রেজা নূর মঈন, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদকে আদালতে নেয়ার পর রাত সাতটায় শুনানি হয়।
শুনানি শেষে মহানগর হাকিমের দ্বিতীয় আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। মহানগর পুলিশের মুখপাত্র এ খবর নিশ্চিত করেন।
এর আগে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে অর্থায়নের অভিযোগে রাজধানী থেকে আটকের পর মঙ্গলবার পাঁচ জনকে সিলেট মহানগর পুলিশের কাছে দেয়া হয়।
সে রাতে জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক আহমদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। বুধবার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ জনকে আদালতে পাঠানো হয়।