নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে ফরিদপুর শহরের পিয়ারলেস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দুই পরিচালককে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ জানুয়ারি) রাতে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থিত পিয়ারলেস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজিব টুলু।
এ সময় হাসপাতালের অনুমোদন ও ডাক্তার না থাকা এবং পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় হাসপাতালের পরিচালক মিঠুন চন্দ্র দাস ও আসাদুজ্জামান আসাদকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, ২০১৯ সালের পর থেকে হাসপাতালের লাইসেন্স অনুমোদন করা হয়নি। এছাড়া ১০ শয্যার অনুমোদন থাকলেও দেখা যায় ২০ শয্যা। ডাক্তার তিন জন থাকার কথা থাকলেও একজনকেও পাওয়া যায়নি। এছাড়া ল্যাবের পরিবেশ ছিল নোংরা। যে সকল নার্স ছিলেন কেউই ডিপ্লোমাধারী নন। নিয়মতান্ত্রিক চালানো হচ্ছিল না হাসপাতালটি। এ কারণে হাসপাতালের পরিচালক মিঠুন চন্দ্র দাস ও আসাদুজ্জামান আসাদকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয় বলে জানান সিভিল সার্জন।