মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উত্তর কোরিয়া আরও দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর। চলতি বছরে পরমাণু ক্ষমতাধর দেশটি এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার ভোরে জাপান সাগরের একটি অঞ্চলে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম সরকার।
জাপান সাগরের কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পূর্বাঞ্চলের শহর হামহুং থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। আনুমানিক ১৯০ কিলোমিটার দূরত্ব যেগুলো পার হয় এবং প্রায় ২০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়।
এ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য মার্কিন বাহিনীর সাথে কাজ করছে দক্ষিণ কোরিয়া।
এদিকে জাপান সরকার নিশ্চিত করেছে যে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের অর্থনৈতিক অঞ্চলে এসে পড়েনি।
তবে বরাবরের মতো এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কিম প্রশাসন।
এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর সর্বশেষ ২০১৯ সালে উত্তর কোরিয়া এক মাসে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
ফলে যুক্তরাষ্ট্রের সাথে পিয়ংইয়ংয়ের আলোচনা স্থবির হয়ে পড়ে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে নিজেদের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।
চলতি বছরের প্রথম মাসে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম সরকার। এসবের মধ্যে দুইটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।