খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জোরালো করতে এবার পাকিস্তানী রাজনীতিবিদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি।
বুধবার (২৬ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘ফ্রি খালেদা জিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলন করে পাকিস্তানী বংশোদ্ভূত রাজনীতিবিদরা।
সংবাদ সম্মেলনে ব্রাসেলসের পাকিস্তানী বংশোদ্ভূত সিটি কাউন্সিলার আমীর নাঈম দাবি করেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি না দেওয়ার পেছেন ভারতের ইন্ধন রয়েছে।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে ইউরোপীয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করেছে বেলজিয়াম, সুইডেন ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপির প্রতিনিধিরা।
অনুসন্ধানে জানা গেছে, ব্রাসেলস প্রেস ক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলন সফল করতে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন একাধিক পাকিস্তানী বংশোদ্ভূত রাজনীতিবিদ।
একজন দণ্ডপ্রাপ্ত আসামী কি বিদেশে চিকিৎসার অনুমতি পেতে পারেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স সেক্রেটারি আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়। এর আগে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম ও আ স ম আব্দুর রব উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন।
এদিকে সংবাদ সম্মেলনে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের উপস্থিত থাকার কথা থাকলেও কোনো পার্লামেন্টারিয়ানই সশরীরে উপস্থিত ছিলেন না। শুধু পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ লর্ড ওয়াজিদ খান ও ইইউ পার্লামেন্টের বিতর্কিত এমপি ফুল ভিও মারতুসেল্লা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।