চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক তৎপরতার মুখে নিজেদের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে প্রথমবারের মতো জাপানের একটি ঘাঁটিতে মার্কিন মনুষ্যবিহীন (ড্রোন) সামরিক বিমান মোতায়েনের পরিকল্পনা করছে জাপান এবং যুক্তরাষ্ট্র।
বুধবার (২৬ জানুয়ারি) জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানায়, প্রায় ১০০ জন মার্কিন সদস্য এসব ড্রোন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকবেন।
দীর্ঘ আলোচনার পর দেশ দুইটির পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তারা এবং প্রতিরক্ষা প্রধানেরা একমত হওয়ার পর এই পরিকল্পনা গ্রহণ করা হলো।
জাপানের দক্ষিণাঞ্চলের কাগোশিমার নৌ আত্মরক্ষা বাহিনীর কানোইয়া ঘাঁটিতে সাতটি এমকিউ-নাইন বিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করে দেখছে দেশ দুটি।
জাপান এবং মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুই দেশের কর্মকর্তারা ওই ঘাঁটি এলাকায় সফর করবেন এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কানোইয়া শহরের মেয়রের সাথেও আলোচনায় বসবেন বলে জানা গেছে।
তবে মার্কিন-জাপান জোটের এমন সিদ্ধান্তের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।