মালিকানা নিয়ে মামলাকৃত একটি জমি কাদের শেখের সন্ত্রাসী বাহীনী জোরপূর্বক দখল করাকে কেন্দ্র করে হামলায় মুলকাত আলী (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহততের ছেলে কাউসার জানান, সাবেক কালিয়াহরিপুর এর চেয়ারম্যান ও বিএনপির নেতা আব্দুল কাদের সন্ত্রাসী বাহিনী আদালতে বিচারধীন জমিটি জোরপূর্বক দখল করতে আসে। এসময় মুলকাত আলী বাধা প্রদান করলে সন্ত্রাসী বাহীনীর সামাদ শেখ (৫০) সবুজ শেখ, হাসান (৩০) সোহাগ (২৫) সহ সঙ্গীয় বাহিনী নিয়ে তার উপর হামলা করে।
পরে আহত অবস্থায় মুলকাত আলীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহততের ছেলে আরও জানান, জমি নিয়ে মুল মামলা মুলকাত আলী ও আকরাম খান (৬০) পিতাঃ মৃত জব্বারে খানের সাথে চললেও আব্দুল কাদের আদালতে বিচারাধীন থাকা জমি আকরাম খানের কাছ থেকে কিনেছেন বলে প্রচার করে, তৃতীয় পক্ষ হয়ে কাদেরের সন্ত্রাসী বাহিনী এসে এ বিরোধ সৃষ্টি করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, বেশ কিছুদিন যাবৎ এ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকালে প্রতিপক্ষের হামলায় মুলকাত আলী (৬৫) নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।