র্যাব বিভিন্ন সময় ভালো কাজ করে জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত শুরু থেকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে। দেশে আশ্রয় প্রশ্রয় না পেয়ে বিদেশে লবিস্ট নিয়োগের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।