ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হার্জগ ফেব্রুয়ারি মাসে ইস্তাম্বুল সফর করবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
তুরস্কের স্থানীয় সময় বুধবার (২৬ জানুয়ারি) এরদোগান এ কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে আরবভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবা।
এ সফরকে ইহুদি রাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক পুন:স্থাপনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে তুরস্ক।
তুর্কি চ্যানেল এনটিভি’কে দেওয়া এক সাক্ষাতকারে এরদোগান বলেন, এই সফরের মধ্যদিয়ে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
এ সময় এরদোগান আরও বলেন, তিনি সার্বিক ক্ষেত্রে ইসরাইলের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছেন।
ইসরাইল, রাশিয়া, মিশর এবং সৌদি-আরবসহ আঞ্চলিক শক্তিধর দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরদোগান।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান ইউক্রেন উত্তেজনার মধ্যেই বুধবার (২৬ জানুয়ারি) পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এরদোগান। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পুতিনের তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন।