জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চার বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের সরকার।
দেশটির পুলিশের মুখপাত্র বলছেন, বন্দরনগর জেদ্দায় তাদের গ্রেফতার করা হয়েছে। সৌদি পতাকা সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই এর অবমাননা করা যাবে না।-খবর গালফ নিউজের
তিনি বলেন, যারা এই নিয়মের লঙ্ঘন করবেন, তারা গ্রেফতার হবেন। তাদেরকে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
চার বাংলাদেশিকে আটকের আগে সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, এক ব্যক্তি আবর্জনার ভেতর থেকে সৌদি পতাকা তুলে আনছেন। অপরাধীরা সেখানে পতাকা ছুড়ে মেরেছিল।
পতাকা তুলে নিয়ে সেটি থেকে আবর্জনা সরিয়ে পরিষ্কার করে ভাঁজ করছেন ওই অজ্ঞাত ব্যক্তি। সৌদি পতাকায় ইসলামের মৌলিক স্তম্ভের প্রথমটি কালিমা লেখা রয়েছে।
এর আগে দেশটির সরকারি কৌঁসুলি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পতাকা কিংবা সৌদি আরবের কোনো জাতীয় প্রতীকের অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। এতে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড কিংবা তিন হাজার রিয়াল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।