জামালপুরের সরিষাবাড়িতে হাঁস ধরতে পানিতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর ঝিনাই নদ থেকে লতিফুর রহমান নামে এক হাঁস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। তিনি পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকার ঝিনাই নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরত হাল করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ এলাকায় ঝিনাই নদের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, লতিফুর রহমান বুধবার বয়ড়া বাজার থেকে কিছু হাঁস কিনে ব্রিজের ওপর বসেছিলেন।
এসময় একটি হাঁস ব্রিজের ওপর থেকে উড়াল দিয়ে নদের পানিতে পড়ে গেলে হাঁসটি ধরার জন্য লতিফুর পানিতে নেমে পড়েন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়ে অভিযান বন্ধ করে চলে যায়। তবে পরদিন সকালে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় তাকে নদের পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পুলিশ এসে মরদেহের সুরতহাল করে অভিযোগ না থাকার মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় হারিয়ে যাওয়া হাঁসটিকেও উদ্ধার করে এলাকাবাসী।