বাংলাদেশ রেলওয়ের কর্মচারীদের মাইলেজ সুবিধা পুনর্বহাল দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মচারীরা।
রেলওয়েতে কর্মরত স্টাফ-কর্মচারীদের এই দাবি আদায়ে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দফতরে কর্মরত রানিং স্টাফ-শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেছেন।
তারা লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্লাটফরম এলাকায় বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে বক্তব্য দেন সমিতির লালমনিরহাট শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত কালো আদেশের ‘খ’ ও ‘গ’ ধারা বাতিল করতে হবে। মাইলেজ বিল চালু রাখতে হবে। অন্যথায় আগামী ৩১ জানুয়ারি থেকে সব স্তরের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে।’
লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের মৌলিক অধিকার এটা। দাবিগুলো পূরণ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি চলবে।
তিনি আরও বলেন, ‘হরতাল-অবরোধ শীত উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন চালাই। আমাদের দাবি যৌক্তিক। তাই অর্থমন্ত্রণালয়ের এই কালো আদেশ প্রত্যাহারের দাবি জানাই।’