সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অপসারণের অন্দোলনকে কেন্দ্র করে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে শিক্ষার্থীরা। এই খেলায় ব্যবহৃত ফুটবলটিতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের নাম লেখেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল গ্রাউন্ডে আয়োজন করা হয় ফুটবল খেলার।
এদিকে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনসহ সব ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে তালা খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
আন্দেলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ‘শিক্ষার্থীদের সম্পদ হলো একাডেমিক ভবন। এই ভবনগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসনিক ভবনের তালাসহ সব ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। তবে আন্দোলন চালিয়ে যাব আমরা।’
এর আগে বুধবার রাতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের গেট খুলে দেন তারা। এছাড়াও উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান তারা।
এদিকে বৃহস্পতিবার শাবিপ্রবিতে কেমন ভিসি চাই শীর্ষক এক মুক্ত আলোচনা করেন শিক্ষার্থীরা। সেখানে তারা আলপনা আঁকা, টং দোকান স্থাপন ও আন্দোলনের কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেন।