মা হারিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ফারুক আহমেদ। ২৮ জানুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনয়শিল্পীর মা রাজিয়া খাতুন।
সংবাদটি ফারুক নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান। তিনি লিখেছেন ‘চিরদিনের জন্য মা চলে গেলেন‘। মায়ের জন্য ফারুক আহমেদ দোয়া চেয়েছেন সকলের কাছে।ফারুক আহমেদের ভক্ত ও সহকর্মীরা সেই স্ট্যাটাসে মন্তব্য করে তাদের সমবেদনা প্রকাশ করে অভিনয়শিল্পীর মায়ের আত্নার শান্তি কামনা করেছেন।
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, সমবেদনা জানাই’। স্বাধীন খসরু লিখেছেন ‘খুবই মর্মাহত ও শোকাহত’।
অভিনেত্রী রুনা খান লিখেন ‘গভীর সমবেদনা’, মায়ের আত্নার শান্তি কামনা করছি।’ এছাড়াও মঞ্চকুসুম শিমুল ইউসুফ, পরিচালক রেদওয়ান রনি,বর্ণ নাথ, কাজী নওশাবা, আনিকা কবীর শখসহ অনেকে তাদের সমবেদনা জানিয়েছেন।
এর আগে ২০০৫ সালের জানুয়ারি মাসে বাবাকে হারিয়েছিলেন ফারুক আহমেদ। আর ২০২২ সালের একই মাসে মাকে হারালেন এই অভিনয়শিল্পী। বাংলাদেশের একজন খ্যাতিমান নাট্যকার এবং জনপ্রিয় অভিনেতা হলেন ফারুক আহমেদ।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘বারো রকম মানুষ’ নাটকে রসিক লাল নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারাদেশে পরিচিত লাভ করেন ফারুক আহমেদ।
প্রয়াত হুমায়ূন আহমেদের খুব পচ্ছন্দের অভিনেতা হলেন ফারুক আহমেদ। নিজের উপন্যাস ‘লিলুয়া বাতাস’ এই অভিনয়শিল্পীকে উৎসর্গ করেছিলেন হুমায়ূন আহমেদ।