চারদিকে অসত্য আর ভ্রান্তির ছড়াছড়ি। কোনো তথ্যকে বস্তুনিষ্ঠ হিসেবে গ্রহণ করবেন, তা ভেবে অনেক সময়ই বিভ্রান্ত হন পাঠক। পাঠকের এই ভ্রান্তি দূর করতে পারে ছবি। আর জীবনের ঝুঁকি উপেক্ষা করে সেই ছবিগুলোকে ফ্রেমবন্দি করেন প্রেস ফটোগ্রাফার তথা ফটো সাংবাদিকরা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি ফটো সাংবাদিকদের তোলা ছবি বিশ্বব্যাপী কুড়িয়েছে প্রশংসা। কিন্তু দেশে তাদের সাহসিকতা ও নৈপুণ্যের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। বিষয়টি মাথায় রেখেই দেশের ফটো সাংবাদিকদের সাহসিকতাকে স্বীকৃতি দিচ্ছে ‘বাংলাদেশ প্রেস ফটোগ্রাফি কনটেস্ট‘।
দৃক গ্যালারি আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যেকোনো বাংলাদেশি ফটো সাংবাদিক। গত বছর তোলা ছবি যাচাই-বাছাই করে দেওয়া হবে এ পুরস্কার।
আগামী ফেব্রুয়ারিতে বাছাই করা ৩০টি ছবি নিয়ে ঢাকায় একটি প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। বৃহৎ পরিসরে ছবিগুলো পৌঁছে দিতে ব্যবস্থা থাকবে ভার্চ্যুয়াল ভার্সনেরও। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন দেশি-বিদেশি অঙ্গনে সুপরিচিত ও সমাদৃত পাঁচজন প্রখ্যাত চিত্রগ্রাহক।
তারা হলেন- আবির আব্দুল্লাহ (ফটোগ্রাফার, এডিটর, এডুকেটর), সানা উল্লাহ (ফটোগ্রাফার, এডিটর, মেন্টর- ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি), শফিকুল আলম (ব্যুরো চিফ, বার্তা সংস্থা এএফপি), শহিদুল আলম (ফটোগ্রাফার, অ্যাক্টিভিস্ট ও কিউরেটর, দৃক) ও সৈয়দ জাকির হোসেন (চিফ ফটোগ্রাফার, ঢাকা ট্রিবিউন)।
এই অ্যাওয়ার্ডের জন্য ফটোগ্রাফাররা তিনটি ক্যাটেগরিতে ছবি জমা দিতে পারবেন। সেগুলো হলো- পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম, পলিটিক্স, আর্টস, কালচার এবং স্পোর্টস।
প্রত্যেক অংশগ্রহণকারী চাইলে প্রতিটি ক্যাটেগরিতেই ছবি জমা দিতে পারবেন। তবে কোনো ক্যাটেগরিতে পাঁচটির বেশি ছবি দেওয়া যাবে না।
এই প্রতিযোগিতায় ‘ফটো অব দ্য ইয়ার‘ হিসেবে নির্বাচিত ছবির চিত্রগ্রাহক পুরস্কার হিসেবে পাবেন এক লাখ টাকা। সঙ্গে থাকবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ইয়ার বুক। এছাড়া, উল্লিখিত পাঁচ ক্যাটেগরির বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা পুরস্কার এবং ক্রেস্ট, সার্টিফিকেট ও ইয়ার বুক।