ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং হ্যাকিংয়ের শিকার হয়েছিল।
স্থানীয় সময় বৃহস্পতিবার মাত্র ১০ সেকেন্ডের জন্য চ্যানেলটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সরকারবিরোধী পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন নামের একটি দল।
এতে পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের প্রধান দুই নেতা মাসুদ রাজাভি ও মরিয়মের ছবি প্রদর্শন করা হয়।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কর্মরতরা। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন চ্যানেল কর্তৃপক্ষ। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চলছে বলে জানিয়েছে চ্যানেল প্রধান।