আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিন দেশে আঘাত হানা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। এরমধ্যে মাদাগাস্কারে ৪১ জন, মোজাম্বিকে ১৮ জন ও মালাবিতে ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা দিতে এরইমধ্যে মাঠে কাজ করছেন কয়েক হাজার উদ্ধারকর্মী। তিন দেশের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে জানাতে পারেননি কর্মকর্তারা।
বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলছে, সোমবার (২৪ জানুয়ারি) মাদাগাস্কারে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানার কারণে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস হয় এবং যা পরে মোজাম্বিক ও মালাবিতে আঘাত হানে।
ঝড়ের আঘাতে দেশ তিনটির কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু বাড়ি ধসে পড়ায় অনেকে আটকে পড়ে আছেন এখনও। অনেক অঞ্চলে ছোট সেতুগুলো নদীর স্রোতে ভেসে গেছে। অসংখ্য গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি ডুবে গেছে শস্যক্ষেত ও রাস্তাঘাট।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাদাগাস্কারে এক লাখ ১০ হাজার মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দেশটির রাজধানী আন্তনানারিভোর স্কুল ও জিমগুলিকে জরুরি আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে।
অন্যদিকে উত্তর ও মধ্য মোজাম্বিকে অ্যানা ১০ হাজার বাড়ি এবং বেশ কয়েকটি স্কুল ও হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। বিচ্ছিন্ন অনেক অধিকাংশ এলাকার বিদ্যুৎ সংযোগ