প্রায় এক দশক আগে সুজান খানের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। সম্প্রতি এই অভিনেতাকে দেখা গেছে এক নারীর হাত ধরা অবস্থায়। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, নৈশভোজ সেরে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন হৃতিক।
এই অভিনেতার সঙ্গে একজন নারী রয়েছেন যার মুখ মাস্কে ঢাকা। তার হাত ধরে গাড়িতে ওঠেন হৃতিক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই নারীর পরিচয় নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন হৃতিকের ভক্তরা। ভিডিওটির অনেকে নারীর পরিচয় জানতে চেয়ে মন্তব্য করেছেন।
তবে ভক্তদের মধ্যেই একজন এই রহস্যময় নারীর পরিচয় জানিয়েছেন। সেই ভক্তের দাবি, হৃতিকের সঙ্গে থাকা সেই নারী সাবা আজাদ। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও ভক্তদের এত কৌতূহল সত্ত্বেও এ বিষয়ে হৃতিক এখনো কোনো সাড়া দেননি।
২০০০ সালের ২০ ডিসেম্বর হৃতিক-সুজানের বিয়ে হয়। ২০০৬ সালে হৃহান এবং ২০০৮ সালে হৃদানের জন্ম হয়। ২০১৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন হৃতিক-সুজান। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আলাদা থাকলেও প্রায়ই দু’জন মিলে সন্তানদের সঙ্গে সময় কাটান। এছাড়া পরস্পরের পারিবারিক অনুষ্ঠানেও যোগ দেন তারা। সম্প্রতি গুঞ্জন শোনা যায়, ‘বিগ বস’ রিয়েলিটি শো খ্যাত আলি গনির ভাই টিভি অভিনেতা আর্সলান গোনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুজান।
হৃতিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘ফাইটার’। বর্তমানে তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে নিয়ে ব্যস্ত এই অভিনেতা। এছাড়া ‘কৃষ-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।