মাঝারি শৈত্যপ্রবাহ ও কনকনে বাতাসে পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘনকুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে সাধারণ মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতের হাত থেকে বাঁচার জন্য বাসা-বাড়িতে খড়-কুটো জ্বালিয়ে শিশুসহ বয়স্ক মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। সকালে রোদ উঠলেও শীতের তীব্রতা কমেনি। ভোরে ঘনকুয়াশা থাকার কারণে পঞ্চগড় জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে।
দিনমুজুর আব্বাস আলী জানান, আজকে খুব ঠান্ডা। বাতাসের কারণে হাত-পা অবশ হয়ে যাচ্ছে। রাস্তায় চলাচল করা যাচ্ছে না। পেটের তাগিদে শীতের মধ্যে আমাদের প্রতিদিন কাজের জন্য বের হতে হয়।
শহরের ডোকরো পাড়া মহল্লার আব্দুল কালাম জানান, রাত থেকে সকাল পর্যন্ত প্রবল বাতাস ও কনকনে শীত। কাপড় পড়েও শরীর গরম হচ্ছে না। যার জন্য বাইরে আর থাকতে চাচ্ছি না। ঘরের ভেতর থাকাই বুদ্ধিমানের কাজ মনে করছি।
পঞ্চগড় বাজারের গালামাল ব্যবসায়ী মুজাহিদ জানান, প্রচুর শীত। তবুও বাড়ি থেকে বের হলাম। বের হওয়ার পর দেখি এতো ঠান্ডা যে বাইরে কোনো মানুষ নেই। বাজার একেবারেই ফাঁকা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রাসেল শাহ সময় নিউজকে জানান, তেঁতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।