মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা হলেন- শিবচরের বাঁচামারা এলাকার বাসিন্দা মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও মো.লিটু (২৫) এবং মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার বাসিন্দা মো.খলিল মাতুব্বর (৫৮)।
হাইওয়ে পুলিশ জানায়, মাদারীপুরের শিবচরের কাঁঠালাবাড়ি ফেরিঘাট থেকে একটি প্রাইভেটকার ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। মাঝপথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় আসলে পেছন থেকে আসা খুলনাগামী গ্রামীণ পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ৪ জনের মৃত্যু হয়। এছাড়াও বাসের ৫ যাত্রী আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
শিবচরের পাঁচ্চর হাইওয়ে পুলিশর ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতেও তৎপর ছিল হাইওয়ে পুলিশ।