ইসি গঠনে সংসদে পাস হওয়া বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া এ বিলটিতে শনিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতি সম্মতি দেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ সম্প্রতি সংসদে পাস হয়। সংসদে পাস হওয়া কোনও বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে সেটা আইনে পরিণত হয়। আর আইনে উল্লেখিত বিধান অনুযায়ী তা কার্যকর হয়। এ বিলটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ফলে আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই এটি কার্যকর বলে গণ্য হয়েছে।
এর আগে সন্ধ্যায় বিলটির সম্মতি চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। নির্বাচন কমিশন গঠনে এ আইনটি বৃহস্পতিবার সংসদে পাস হয়। গত ২৩ জানুয়ারি সংসদে বিলটি তোলা হয়েছিল। নতুন এ আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে।