ভোটের দিন নিপুণকে চুমু খেতে চেয়েছিলন নির্বাচন কমিশনার
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন নিপুণ।
রোববার (৩০ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদ খানকে নিয়ে নানা অভিযোগ করেছেন তিনি।
অনেকগুলো অভিযোগ মধ্যে একটি অভিযোগে নিপুণ বলেন, নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুইটা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাকে থাপড়ানো উচিত। তাকে সিনেমা নাটকে কোনোদিন না নেওয়া উচিত।
তিনি আরও বলেন, এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ সাইমন, জেসমিনসহ অনেকেই।