সিরিয়ায় ইসলামিক স্টেটের একটি নারী ব্যাটালিয়নকে সংগঠিত করে প্রশিক্ষণ দেয়ার অপরাধে এক মার্কিন নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (৩০ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যালিসন ফ্লুক-একরেন নামে ওই নারী ক্যানসাসের বাসিন্দা ছিলেন। তবে এক পর্যায়ে সিরিয়ায় গিয়ে নারী ও শিশুদের একে-৪৭ রাইফেল ও আত্মঘাতী বোমা ব্যবহারের প্রশিক্ষণ দিতেন তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি কলেজ ক্যাম্পাসে হামলার উদ্দেশ্যে নতুন আইএস সদস্য সংগ্রহের অভিযোগ রয়েছে।
শনিবার তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সিরিয়ার রাকায় খতিবা নুসাইবা নামে ইসলামিক স্টেটের একটি নারী ব্যাটালিয়ন গঠিত হয়। পুরুষ সদস্যদের স্ত্রীদের নিয়ে গঠিত ওই ব্যাটালিয়নের নেতৃত্ব দেন অ্যালিসন।
বহু নারী ও শিশুকে তিনি একে-৪৭ রাইফেল, গ্রেনেড ও সুইসাইড বেল্ট ব্যবহারের প্রশিক্ষণ দেন বলে দাবি করছে এফবিআই।